ভিডিও

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি যারা

প্রকাশিত: জুন ২৫, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: জুন ২৫, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বও। বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। এছাড়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালের বাকি তিন দল। 

ইতিহাস রচনা করা আফগানিস্তান প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে।

 দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে রাখেনি আইসিসি। এই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS