স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের কাছে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র সফর ও বিশ্বকাপ যাত্রা। চলতি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্স কান্ডজ্ঞানহীন। বিশেষ করে টপঅর্ডার ব্যাটারা ছিল পুরো ব্যর্থ।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটার ব্যর্থ ছিলো তাদের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ অন্যতম। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই দুই ক্রিকেটার প্রত্যাশা পূরণে হয়েছেন ব্যর্থ। সাকিব-রিয়াদের কড়া সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বোর্ড নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মনে করেন, মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেওয়ার আর সুযোগ নেই। এছাড়া সিনিয়র ক্রিকেটারদের ২০২৬ সাল পর্যন্ত রাখাও উচিত হবে না বলে মন্তব্য করেন তিনি। নান্নু বলেন, ‘২০২১ সালের পর যাকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়া হলো, তাকে নিয়ে ২০২৪ সালের বিশ্বকাপ খেললেন। নতুনদের দিকে আর তাকালেন না। এতে করে দলের যে ক্ষতি হয়ে গেল, তা পুষিয়ে নেওয়ার নয়। আমার মনে হয় না, সিনিয়র ক্রিকেটারদের ২০২৬ সাল পর্যন্ত রাখা উচিত হবে। বিশেষ করে মাহমুদউল্লাহকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেওয়ার সুযোগ দেখি না।’
সাকিবের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে এবার। দেশের সেরা ক্রিকেটারের কাছ থেকে সেরা পারফরম্যান্স পায়নি দল। এটা দলের জন্য দুর্ভাগ্য। সাকিবের উচিত ছিল জাতীয় দলে ফোকাসটা বাড়িয়ে দেওয়া। বড় ম্যাচে বড় তারকা যখন ভালো করে না, তখন দল ব্যর্থ হয়। আমি মনে করি, এই ব্যাপারগুলো এখনই ফিক্সড করে ফেলা উচিত।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।