স্পোর্টস ডেস্ক : ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে পূরণ করতে পারলে সেমিফাইনালে উঠে যেতো বাংলাদেশ। তবে লক্ষ্য দূরে থাক, বাংলাদেশ ম্যাচটি হেরেছে ৮ রানে।
তামিম ইকবাল মনে করেন, বেঁধে দেওয়া ওভারেই সেই লক্ষ্য তাড়ার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, ৭০-৮০ রানে অলআউট হলেও সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলা উচিত ছিল বাংলাদেশের। ইএসপিএনক্রিকইনফোকে তামিম ইকবাল বলেছেন, ‘আমার মতে, বাংলাদেশ অনেক হতাশ হবে। বাংলাদেশের রান তাড়া করার পেছনেই ছোটা উচিত ছিল। এমনকি তা করতে গিয়ে যদি ৭০-৮০ রানেও অলআউট হয়ে যেত, আর তারা তো শেষ পর্যন্ত হেরেছেই। বাংলাদেশের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। এমন সুযোগ খুব বেশি আসে না।’ তামিম আরও বলেন, ‘বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল, বাংলাদেশ যদি ৩০-৪০ রানে হেরে যেত, অন্তত রান তাড়া করার চেষ্টা করলে সমর্থকেরা অন্তত বুঝত, একটা সুযোগ ছিল, চেষ্টা করেছে কিন্তু পারেনি। এখন সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে, কারণ আমরা ম্যাচটাও জেতেনি, তাড়া করারও চেষ্টা করিনি। সত্যি বলতে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে।’
প্রথম দুই ম্যাচে হেরে শেষ ম্যাচ জিতে সেমিতে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের সবকিছু করাই উচিত ছিল বলেও মনে করেন তামিম। তিনি বলেন, ‘সুপার এইটে কোনো ম্যাচ না জিতে শেষ ম্যাচে আপনার সামনে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। আপনি সম্ভবত এই লক্ষ্য অর্জনে সবকিছুই করবেন। মাঝেমধ্যে মনে হয়েছে, বাংলাদেশ রান তাড়া করে ফেলবে। এরপর উইকেট গেল, কিছু ওভারে ইন্টেন্ট কম ছিল, যে কারণে বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যায়।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।