বৃষ্টি-বাধায় পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ভারত ও ইংল্যান্ডের হাইভোল্টেজ লড়াইটি শুরু হয়েছে সোয়া এক ঘণ্টা দেরিতে। ভারত ব্যাটিংয়ে নামার পর ফের হানা দিয়েছে বৃষ্টি।
৮ ওভারে ২ উইকেটে ৬৫ রান তুলেছে ভারত। রোহিত শর্মা ২৬ বলে ৩৭ আর সূর্যকুমার যাদব ৭ বলে ১৩ রানে অপরাজিত আছেন। বিরাট কোহলি ৯ আর রিশাভ পান্ত ৪ করে আউট হয়েছেন।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য ইংল্যান্ডের পক্ষে। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।