ভিডিও

বিশ্বকাপের ফাইনালে

শুরুতেই ভারতের ৩ উইকেট নেই

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৯:১৪ রাত
আপডেট: জুন ২৯, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে ভারত। শনিবার (২৯ জুন) বার্বাডোসের কেনসিংটন ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হয় মেন ইন ব্লু’রা।

ব্যাটিংয়ে নেমে প্রথমে উড়ন্ত সূচনা করে ব্লু শিবির। ব্যাট করতে থাকে টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও ভিরাট কোহলি। প্রথম ওভারেই টানা তিনটি চার মারেন ভিরাট কোহলি। কিন্তু এর পরেই ছন্দপতন। ইনিংসের দ্বিতীয় ওভারে কেশব মহারাজের জোড়া আঘাতে পরপর ২ উইকেট হারায় তারা।

দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলীয় ২৩ ও ব্যক্তিগত ৯ রানে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। স্কোরবোর্ডে আর রান যোগ না হতেই ওভারের শেষ বলে কুইন্টন ডি ককের তালুবন্দি হয়ে শূন্য রানে মাঠ ছাড়েন পন্ত।

পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন রাবাদা। ওভারের তৃতীয় বলে ক্লাসেনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের দিকে পা বাড়ান সুরিয়াকুমার যাদব।

উল্লেখ্য, প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে ২০১৪ সালের পর এই প্রথম ফাইনালে ভারত। ১১ বছর ধরে আইসিসি ইভেন্টের শিরোপা খরায় ভুগছে টিম ইন্ডিয়া।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS