ভিডিও

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে পেল কোন পুরস্কার

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৩:৫৮ দুপুর
আপডেট: জুলাই ০১, ২০২৪, ১২:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর শিরোপা জিতেছে ভারত। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন গোটা বিশ্বকাপে ব্যাট হাতে নিষ্প্রভ থাকা বিরাট কোহলি। ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন কোহলি। আর টুর্নামেন্ট সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। ১৫ উইকেট পেয়েছেন ডানহাতি পেসার।

 এছাড়াও চ্যাম্পিয়ন : ভারত (২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা), রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা (১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা), টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট), ১৭ লাখ ৬২ হাজার টাকা, ফাইনালে ম্যাচ সেরা : বিরাট কোহলি (৭৬ রান), ৫ লাখ ৮৮ হাজার টাকা, স্মার্ট ক্যাচ : সূর্যকুমার যাদব (সাড়ে ৩ লাখ টাকা), সর্বোচ্চ রান : রহমানউল্লাহ গুরবাজ (২৮১), সর্বোচ্চ উইকেট : ফজল হক ফারুকি ও আরশদীপ সিং (১৭ উইকেট), সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর : নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান), সেরা বোলিং ফিগার : ফজল হক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা), সর্বোচ্চ স্ট্রাইক রেট: শেই হোপ (১৮৭.৭১), সেরা ইকোনোমি : টিম সাউদি (৩.০০), সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি), সবচেয়ে বেশি ৫০+ স্কোর : রোহিত শর্মা ও গুরবাজ (৩টি), সবচেয়ে বেশি ক্যাচ : এইডেন মার্করাম (৮টি), সর্বোচ্চ দলীয় সংগ্রহ : ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান), সর্বনিম্ন দলীয় সংগ্রহ : ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS