ভিডিও

কোহলি, রোহিতের পর এবার অবসরের সিদ্ধান্ত নিলেন জাদেজা

প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৬:২২ বিকাল
আপডেট: জুলাই ০১, ২০২৪, ১২:২৬ রাত
আমাদেরকে ফলো করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অবসরের হিড়িক পড়েছে ভারতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা।

ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেন এই অলরাউন্ডার।
জাদেজা লিখেন, 'কৃতজ্ঞ হৃদয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলছি আমি। গর্বের সঙ্গে ছুটে চলা অবিচল ঘোড়ার মতো দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছি এবং বাকি ফরম্যাটেও সেটা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সবার উঁচুতে থাকবে। অটল সমর্থন ও স্মৃতির জন্য ধন্যবাদ। '

২০০৯ সালে  শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল জাদেজার। গতকাল বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল তার শেষ ম্যাচ। যেখানে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

১৫ বছরের ক্যারিয়ারে ৭৪ ম্যাচ খেলেছেন জাদেজা। ৫১৫ রানের পাশাপাশি বল হাতে ৫৪ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS