ইউরোর শেষ ষোলোয় রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার (২ জুলাই) রাতে রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ডাচরা।
দলের হয়ে দুটি করেন ডনিয়েল মালেন ও বাকি গোলটি করেন কডি গোকপা। শক্তি-সামর্থ্যে বেশ পিছিয়ে থাকা রোমানিয়ানদের বিপক্ষে জয় পেতে তেমন একটা বেগ পেতে হয়নি ডাচদের। বল দখল এবং গোলে শট, সবকিছুতেই রোমানিয়ার চেয়ে ঢের এগিয়ে ছিল ডাচরা। ৬৬ শতাংশ বল দখলে রেখে গোলে মোট ২৩টি শট নিয়েছে ডাচরা। বিপরীতে রোমানিয়া গোলে শট নিয়েছে ৬টি, এর মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি।
বড় দলের বিপক্ষে শুরুতে কিছুটা উজ্জীবিত ফুটবল খেলেছে রোমানিয়া। ম্যাচের চতুর্থ মিনিটে একবার সুযোগও পায় দলটি। কিন্তু বক্সের বাইরে জায়গা বানিয়ে দেনিস মানের নেওয়া শট ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায়। এরপরের পুরো গল্পটাই নেদারল্যান্ডসের। ২০তম মিনিটে চমৎকার এক গোলে নেদারল্যান্ডসকে এগিয়ে নেন কোডি গাকপো। সিমন্সের পাস ধরে বাম দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি, একজনের বাধা এড়িয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। লিড নেয়ার পর প্রতিপক্ষকে আরও চেপে ধরে নেদারল্যান্ডস। তবে প্রথমার্ধে বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় তোলে নেদারল্যান্ডস। তবে ফলাফল পেতে সময় লেগেছে অনেক। একের পর এক আক্রমণে ব্যর্থ হওয়ার পর ৮৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ডাচরা। বক্সের ভেতর বাঁ দিকের বাইলাইনের কাছে প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে দারুণ পাস দেন গাকপো, ফাঁকা জালে বল পাঠান দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা মালেন।
ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন মালেন। নিজেদের অর্ধ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ডাচরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।