স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার লাইপজিগ স্টেডিয়ামে তুরস্ক ২-১ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের লাইনআপ পূর্ণ করেছে। এবারের আসরে শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও তুরস্ক।
আগামী ৫ জুলাই শুক্রবার স্টুটগার্ট এরেনায় মুখোমুখি হবে ২০০৮ সালের দুই ফাইনালিস্ট স্পেন ও জার্মানি। ১৬ বছর আগে ভিয়েনায় ফাইনালে ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ওই ম্যাচের পর এই প্রথমবার ইউরোপিয়ান মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। তিনটি করে শিরোপা জিতে যৌথভাবে ইউরোপের সেরা দলও তারা। একই দিন দিবাগত রাতে মুখোমুখি হবেন দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল ও ফ্রান্স হ্যামবুর্গের ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হবে।
ইংল্যান্ড বেশ চাপে আছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে শেষ ষোলোতে ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ডের, যারা কিনা গ্রুপের শেষ ম্যাচে জার্মানিকে রুখে দিয়েছিল। এই ম্যাচটি হবে আগামী শনিবার ডুজলডর্ফ স্টেডিয়ামে। সেমিফাইনালের শেষ জায়গাটি নিতে একই দিন রাতে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ
৫ জুলাই, রাত ১০টা, স্পেন বনাম জার্মানি, স্টুটগার্ট
৫ জুলাই, রাত ১টা, পর্তুগাল বনাম ফ্রান্স, হ্যামবুর্গ
৬ জুলাই, রাত ১০টা, ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড, ডুজলডর্ফ
৬ জুলাই, রাত ১টা, নেদারল্যান্ডস বনাম তুরস্ক, বার্লিন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।