ভিডিও

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে কানাডা, প্রতিপক্ষ আর্জেন্টিনা

প্রকাশিত: জুলাই ০৬, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট: জুলাই ০৬, ২০২৪, ০১:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো কোপা আমেরিকায় অংশ নেয় কানাডা। আর নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়ে দলটি কোয়ার্টার ফাইনালের বাধা টপকে শীর্ষ চারে উঠে এসেছে। 

তবে এবার তাদের সামনে কঠিন পরীক্ষা। সেমিফাইনালে তাদের মোকাবেলা করতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে শনিবার টাইব্রেকারে ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কানাডা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা গড়িয়েছে টাইব্রেকারে। সেখানে ভেনেজুয়েলাকে ৩-৪ ব্যবধানে হারিয়েছে কানাডা।

শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং পানামা। রোববার সকালে খেলতে নামবে ব্রাজিল। তারা খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। এই দুই ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে সেমিফাইনালে। ১১ জুলাই হবে সেই ম্যাচ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS