ভিডিও

মার্চে মাঠে হার্ট অ্যাটাক করা মিসরের ফুটবলার মারা গেলেন আজ

প্রকাশিত: জুলাই ০৬, ২০২৪, ০৯:৩৭ রাত
আপডেট: জুলাই ০৬, ২০২৪, ১১:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

গত মার্চে খেলা চলাকালীন মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন মিশরের ফুটবলার আহমেদ রেফাত। আজ (৬ জুলাই) সকালে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

মিশরের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আহমেদ রেফাত। ক্লাব পর্যায়ে খেলছিলেন স্থানীয় মডার্ন ফিউচারের হয়ে। গত ১১ মার্চ ফিউচার ও ইত্তিহাদের ম্যাচের শেষ দিকে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে ম্যাচ স্থগিত করে হাসপাতালে নেয়া হয়।

 
 
সেখানে নেয়ার পর জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। ৯ দিন কোমায় ছিলেন এই ফুটবলার। এক পর্যায়ে বাসায় ফিরে গেলেও আর মাঠে ফেরা হয়নি। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আর কখনও ফুটবলে ফেরা হবে না।
 
 
ফুটবল বিষয়ক গণমাধ্যম গোলডটকম জানায়, গত রাতে আবারও অসুস্থ হয়ে পড়েন রেফাত। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৩১ বছর।
 
রেফাতের মৃত্যুর খবর শোনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন সালাহ। রেফাতের ছবি দিয়ে সেখানে তার পরিবার ও প্রিয়জনদের ধৈর্য ধারণের শক্তি দেয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS