স্পোর্টস ডেস্ক : মরক্কোর তেতুয়ান শহরের উপকূলে ইত্তিহাদের পাঁচ ক্লাব সতীর্থ সাগরে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। তারা সবাই মরক্কোর ফুটবলার। ভূমধ্যসাগরে গভীর পানিতে সাঁতার কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। ক্লাবটির মুখপাত্র গতকাল সোমবার বিবিসিকে জানিয়েছেন, তিনজনকে উদ্ধার করা হলেও দুই খেলোয়াড়ের সন্ধান তখনো পাওয়া যায়নি। নিখোঁজ দুই ফুটবলার হলেন, সালমান হারাক ও আবেদেল্লাতিফ আখরিফ।
ক্লাবটির সভাপতি আনাস ম্রাবেত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘তিনজনকে শনিবারই উদ্ধার করা হয়েছে। এখন সালমান হারাক ও আবদেললতিফ আখরিফের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।’ ২৪ বছর বয়সী আখরিফ তানজের ক্লাবের নিয়মিত খেলোয়াড়। ১৮ বছর বয়সী হারাক এ বছরই মূল দলে সুযোগ পেয়েছেন। ২০১৫ সাল থেকে মরক্কোর শীর্ষ লিগে ইত্তিহাদ ট্যাঙ্গার। ২০১৭-১৮ মৌসুমে তাদের ক্লাব ইতিহাসের প্রথম ও একমাত্র লিগ শিরোপা জিতে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।