ভিডিও

ফাইনালের আগে অব্যবস্থাপনা নিয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন স্কালোনি

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০২:৪৬ দুপুর
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৬:২৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার শুরু থেকেই অব্যবস্থাপনার বেড়াজালে সবাই ক্ষুব্ধ। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা মাঠ নিয়ে ধুয়ে দিয়েছেন কনমেবলকে। তার সঙ্গেই একমত হয়ে আবারও ক্ষোভ ঝাড়লেন আর্জেন্টিনার কোচ।

কোপার ফাইনালের একদিন আগে সংবাদ সম্মেলনে এসে বিয়েলসার সঙ্গে সহমত পোষণ করে স্কালোনি বলেন, ‘আমি আগেই এই বিষয়ে সব পরিষ্কার করেছি এবং আমিই প্রথম কথা বলেছিলাম। কারণ, আমরা (টুর্নামেন্টের) প্রথম ম্যাচ খেলি। দ্বিতীয় সংবাদ সম্মেলনে আমি সবকিছু বলি। কারণ, কোনোকিছু ঠিক হওয়ার লক্ষণ দেখিনি। কোপা আমেরিকার ড্র হয়েছে গত বছরের ডিসেম্বরে। কিন্তু তারা কীভাবে টুর্নামেন্ট শুরুর চারদিন আগে সবকিছু ঠিক করতে মাঠে নামে?’ স্কালোনি সাবেক আর্জেন্টাইন কোচ বিয়েলসার সুরে তাল মিলিয়ে বলেন, ‘আমার মনে হয়, এসব বিষয়ে আর কথা না বলাই ভালো। কারণ, এতে অনেকে বলবে আমরা অজুহাত দিচ্ছি। আমরা ইকুয়েডরের বিপক্ষে বাজে পিচে খেলেছি এবং এখনো খেলছি। তাই ভালো হয় এসব বিষয়ে আর কথা না বলা। কিন্তু এটা সত্যি, আমি বিয়েলসার সঙ্গে মাঠ নিয়ে পুরোপুরি একমত।’

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগের দিন বিয়েলসা বলেছিলেন, ‘খেলোয়াড়রা কেউ কথা বলতে পারছে না। কারণ তাদের হুমকি দেওয়া হয়েছে। কীসের হুমকি? না খেলানোর হুমকি।’ কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ নিয়েও কথা বলেন স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘এটা ফাইনাল এবং দুই দলেরই সমান সুযোগ রয়েছে। আমরা মাঠে খেলেই জেতার চেষ্টা করবো এবং আমরা জানি, এটা আমাদের জন্য কতটা অর্থ বহন করে। আমাদের ফুটবল পরিবর্তন হয়ে যাবে না। কেউ একরকম পরিকল্পনা করে এসে অন্যভাবে খেলতে পারে। আমাদের কোনো ভুল করা চলবে না। আমাদের মাথায় পরিকল্পনা রয়েছে কীভাবে আগানো যায়।’

সংবাদ সম্মেলনে ফাইনালের সম্ভাব্য একাদশ খেলানোর ইঙ্গিত পাওয়া গেছে স্কালোনির কণ্ঠে। এক্ষেত্রে সেমিফাইনালের কানাডার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে আর্জেন্টিনা, আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়ও একাই একাদশ দেখা যেতে পারে। একাদশ নিয়ে স্কালোনি বলেন, ‘আজ আমাদের শেষ অনুশীলন সেশন ছিল এবং আমরা দেখবো একাদশ কীভাবে সাজানো যায়। আমরা যাদের ওপর বিশ্বাস করতে পারবো তারাই মাঠে খেলবে। আমাদের হাতে সেমিফাইনালের একাদশই আবার খেলানোর পরিকল্পনা রয়েছে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS