ভিডিও

কোপা’র ফাইনালের বিরতি নিয়ে অসন্তোষ কলম্বিয়া কোচ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৩:১২ দুপুর
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৯:৩৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : চলতি কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ফাইনালের মঞ্চ হওয়ায় আনুষ্ঠানিকতার কমতি রাখছে না দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমবেল। কলম্বিয়ান পপ তারকা শাকিরার শো রাখা হয়েছে প্রথমার্ধের বিরতিতে। কিন্তু এই শো নিয়েই যত আপত্তি কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জোর! 

মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটা মাঠে গড়াবে। দর্শকদের তুমুল উপস্থিতি নিশ্চিত করতেই এমন আয়োজন। কিন্তু নিয়ম অনুযায়ী প্রথমার্ধের বিরতি থাকে ১৫ মিনিট পর্যন্ত। এই শোয়ের জন্য সেই বিরতি ধরা হয়েছে ২০-২৫ মিনিট! এই বাড়তি বিরতির জন্যই অসন্তোষ জানিয়েছেন কলম্বিয়া কোচ। তার মতে, বিরতি বেশি হলে সেটা খেলোয়াড়দের ফিটনেসে প্রভাব ফেলতে পারে। তাছাড়া টুর্নামেন্টে বিরতিতে ১৫ মিনিটের বেশি বিলম্ব হওয়ায় কনমেবলের শাস্তি আরোপের ঘটনার কথাও উল্লেখ করেছেন তিনি। যে বিলম্বের জন্য তিনিসহ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, ‘শো নিয়ে কথা হচ্ছে আশা করি, সবাই সেটা উপভোগ করবে। কারণ শাকিরা চমৎকার শিল্পী। তবে ব্যাপারটা অন্যান্য ম্যাচের মতোই হওয়া উচিত। যেহেতু বিরতিটা ১৫ মিনিট। আমরা ১৬তম মিনিটে আসাতে শাস্তির মুখোমুখি হয়েছি। এখন এই শোয়ের জন্য আমাদের ২০-২৫ মিনিট পর বের হওয়া লাগবে। যার প্রভাব খেলোয়াড়দের ওপর পড়তে পারে। তাদের শরীর ঝিমিয়ে পড়তে পারে। আমরা ভালো করেই জানি ড্রেসিং রুমে রিকোভারির জন্য ব্যয় হওয়া সময়ের মূল্য কতখানি।’

এ সময় ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দলের নিখুঁত পারফরম্যান্স আশা করছেন বলে জানান তিনি। পাশাপাশি প্রাণভোমরা হামেস রদ্রিগেজের নৈপুণ্যেরও প্রশংসা করেছেন, ‘আমরা ভালো পারফর্ম করতে না পারলে এখানে আসতে পারতাম না। আর্জেন্টিনাকে হারাতে হলে আমাদের সেরাটা দিতে হবে এবং সেটা হতে হবে বহুগুণ।’ কোপায় হামেসের পারফরম্যান্স ছিল কেন্দ্রীয় চরিত্রের মতো। তার প্রংশসা করে লরেঞ্জো বলেছেন, ‘হামেসের অসাধারণ একটা টুর্নামেন্ট গেছে। আমরা ভাগ্যবান সে ভালো করছে। তার নেতৃত্বে দলও তাকে সাহায্য করছে। নিঃসন্দেহে কোপার অন্যতম সেরা পারফর্মার সে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS