নিউজ ডেস্ক: হবিগঞ্জে পুলিশের সঙ্গে কোটাবিরোধীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেমে থেমে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকশ রাউন্ড রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বেলা ১১টা থেকে শহরের টাউন হল এলাকায় শিক্ষার্থীরা জমায়েত হয়। এ সময় আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের একটি দল শায়েস্তানগরে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা ধাওয়া পাল্টাধাওয়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় আন্দোলনকারীদের আরেকটি অংশ পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।