ভিডিও

চোট কাটিয়ে অনুশীলনে নেইমার

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট: জুলাই ২৫, ২০২৪, ০৪:১৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : গত বছর ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ইনজুরির কারণে নেইমারকে প্রায় ৯ মাস ধরে থাকতে হচ্ছে মাঠের বাইরে। গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন এই ফরোয়ার্ড। সেই চোট নেইমারকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে, যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে।

জানা গেছে, চোট কাটিয়ে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল নেইমারের বেশকিছু ছবি ও ভিডিও প্রকাশ করে। যেখানে তারকা এই ফুটবলারকে দেখা যায় হাসিমুখে। ধারণা করা হচ্ছে, নতুন করে কোনো সমস্যা না হলে খুব শিগগিরই ক্লাবের অনুশীলনে যোগ দেবেন নেইমার। ইনজুরি থেকে প্রায় সেরে উঠলেও এখনই ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের। ব্রাজিলের এই তারকার ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর লেগে যাবে।

সেই সময়ের মধ্যে ছয় ম্যাচ খেলবে আল হিলাল, যার কোনোটিতেই নেইমারের খেলার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, আগামী ১৩ সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে পুনরায় মাঠে নামবেন নেইমার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS