ভিডিও

বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত 

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০৫:৪৩ বিকাল
আপডেট: জুলাই ২৬, ২০২৪, ০৯:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালি প্রতিপক্ষের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতান জ্যোতি। আগে ব্যাট করতে নেমে ভারতীয় নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। সেই লক্ষ্য তাড়া করতে ৫৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ভারতীয় দুই ওপেনার। আর ১০ উইকেটের এই বিশাল জয়ে নারী এশিয়া কাপের ফাইনালে ওঠে হারমানপ্রিত কৌরের দল।

বাংলাদেশের দেওয়া ৮১ রানের লক্ষ্যে ভারতের হয়ে ইনিংস শুরু করতে আসেন শেফালি ভর্মা ও স্মৃতি মান্ধানা। ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রসী ব্যাটিং করতে থাকেন এই দুই ওপেনার। সাবলীল ব্যাটিংয়ে ব্যাটিংয়ে অর্ধশতক তুলে নেন মান্ধানা। টাইগ্রেস বোলারদের আর সুযোগ না দিয়ে ১১ ওভারেই জয় তুলে নেন হারমানপ্রিত কৌরের দল। শেষ পর্যন্ত ৫৫ রানে স্মৃতি ও শেফালি ২৬ রানে অপারিজিত থাকেন। 

আগে ব্যাট করতে নেমে দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। রেনুকা সিংকে ছক্কা হাঁকিয়ে ভালো শুরুর ইঙ্গিত দিলেও পরের বলেই আউট হন দিলারা। এরপর তৃতীয় উইকেটে ব্যাট হাতে আসেন ইশমা তানজিম। বাইশ গজে এসে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন ইশমা। 

তবে দুই বাউন্ডারিতেই শেষ তার ঝলক। তৃতীয় ওভারে তিনিও ফেরেন রেণুকার শিকার হয়ে। প্যাভিলিওয়নে যাবার আগে ৮ রান করেন তিনি। এরপর ব্যাক্তিগত ৪ রানে দ্রুত ফেরেন মুর্শিদাও। ফলে পাওয়ার প্লেতে ২৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। 

চাপ সামলাতে একপ্রান্তে ধরে খেলেন অধিনায়ক  নিগার সুলতানা জ্যোতি। তবে অন্যপ্রান্তে চলে যাওয়া আসার পিছিল। শেষ দিকে নিগার ও জ্যোতির ব্যাটে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জ্যোতি। 

এছাড়া ১৯ বলে ১৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন স্বর্ণা। আর ভারতের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রেনুকা সিং এবং রাধা যাদব। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS