মরক্কোর বিপক্ষে মহানাটকীয় ও বিতর্কিত হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পরের দুই ম্যাচে জিততেই হবে হ্যাভিয়ের মাশচেরানোর শিষ্যদের।
বি-গ্রুপে এর প্রথমটিতে শনিবার (২৭ জুলাই) আর্জেন্টাইনদের প্রতিপক্ষ এশিয়ার দেশ ইরাক। প্যারিস অলিম্পিকে প্রথম জয়ের সন্ধ্যানে লিঁও স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
অপেক্ষাকৃত দুর্বল মরক্কোর কাছে শোচনীয় হার দিয়ে অলিম্পিকে যাত্রা শুরু করে বর্তমান বিশ্ব ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও হারটি নিয়ে রয়েছে নানা বিতর্ক। ম্যাচে মরক্কো ২-১ গোলে এগিয়ে যায়। ম্যাচের যোগ করা সময়ের ১৬ মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার গোলে ২-২ গোলে ড্র করে আর্জেন্টাইনরা।
বৃষ্টির মতো বোতল নিক্ষেপ করাসহ মাঠে ঢুকে পড়েন মরেক্কোর সমর্থকরা। পরে ম্যাচটি স্থগিত করে দুই দলকে ড্রেসিংরুমে পাঠান রেফারি। প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি আবার শুরু হয়। ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি।
এরপর আরও ৩ মিনিট ১৫ সেকেন্ড খেলা হয়। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইনদের। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বি-গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ দুই ম্যাচে জিততে হবে মাশচেরানোর শিষ্যদের।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বিপক্ষের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ মাশচেরানো।
গোলপোস্টের নিচে যথারীতি থাকবেন অভিজ্ঞ জেরোনিমো রুলি। আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য তিনি। তবে পরিবর্তন আসবে রক্ষণে। জুলিও সোলারের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন লেফট ব্যাক ব্রুনো অ্যামিওন। তার সঙ্গে আরও থাকবেন জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার এবং অধিনায়ক নিকোলাস ওতামেন্ডি।
মাঝমাঠে সান্তিয়াগো হেজের পরিবর্তে একাদশে আসতে পারেন ইকুই ফার্নান্দেজ। মরক্কোর মতো ইরাকের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন ক্রিস্টিয়ান মেদিনা ও থিয়াগো আলমাদা। ফলে কেভিন জেননের অভিষেক হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
আক্রমণ ভাগে জুলিয়ান আলভারেজ ও জুলিয়ানো সিমিওনের থাকা এক রকম নিশ্চিত। এ দুই তারকার সঙ্গে থাকতে পারেন লুকাস বেল্ট্রান বা লুসিয়ানো গন্ডোর যে কোনো একজন।
ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলকিপার : জেরোনিমো রুলি
রক্ষণভাগ : জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজার, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), ব্রুনো অ্যামিওন
মাঝমাঠ : ইকুই ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মেদিনা, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ : জুলিয়ান আলভারেজ, জুলিয়ানো সিমিওনে, লুকাস বেল্ট্রান অথবা লুসিয়ানো গন্ডো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।