ভিডিও

মেসিবিহীন মায়ামির জয় দিয়েই শুরু লিগস কাপ 

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট: জুলাই ২৮, ২০২৪, ১২:৩৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : মায়ামি কোচ মার্টিনো আগেই জানিয়েছিলেন, লিওনেল মেসি খেলতে পারবেন না। তবে মেসিকে ছাড়াই লিগস কাপে পুয়েব্লার বিপক্ষে খেলতে নামে ইন্টার মায়ামি, জয়ও তুলে নিয়েছে তারা। লুইস সুয়ারেজ ও ম্যাতিয়াস রোজার গোলে পুয়েব্লার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি।

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন মেসি। তার অ্যাঙ্কেল ইনজুরি এতটাই গুরুতর ছিল যে, ঠিক মতো হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছিল। এমন অবস্থায় নিজ বাড়িতে ফিজিওকে সঙ্গে নিয়েই ইনডোর অনুশীলন করছেন বিশ্বকাপ জয়ী তারকা। তাই তিনি খেলতে পারেননি পুয়েব্লার বিপক্ষে।

মেসিকে ছাড়া ম্যাচে ৯ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় ইন্টার মায়ামি। রবার্ট টেইলরের অ্যাসিস্ট থেকে এ সময় গোল করেন রোজা। তারা দ্বিতীয় গোলটি পায় দ্বিতীয়ার্ধে। লুইস সুয়ারেজের এ গোলে অ্যাসিস্ট করেন জর্দি আলবা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS