ভিডিও

বাংলাদেশের জেসি থাকছেন এশিয়া কাপ ফাইনালের অনফিল্ড দায়িত্বে

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০২:২১ দুপুর
আপডেট: জুলাই ২৮, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আর আজ রোববার (২৮ জুলাই) ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামতে যাচ্ছে এশিয়া কাপের নবম আসরের। 

সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে আজকের ফাইনালে থাকবেন একজন বাংলাদেশিও। আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। বেলা সাড়ে ৩টায় শিরোপা নির্ধারণী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন জেসি।

চলমান এশিয়া কাপে তিন ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও দুই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা গিয়েছে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারকে। 

এর আগে চলতি বছরের মার্চে প্রথমবারের মতো জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর প্রথমবারের মতো আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে যুক্ত করে। নারী এশিয়া কাপের ইতিহাসে টানা ৯ বারই ফাইনাল নিশ্চিত করেছে ইন্ডিয়া। এখন পর্যন্ত ভারত সাতবার এবং বাংলাদেশ একবার চ্যাম্পিয়ন হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS