স্পোর্টস ডেস্ক : আর্চারি দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের এবারের অলিম্পিক মিশন। রোববার (২৮ জুলাই) এই ইভেন্টে লড়াইয়ে নামছে রবিউল ইসলাম। বেলা সোয়া ৩টায় পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের বাছাইপর্বে লড়বেন তিনি। এতে সফল হলে লড়তে পারবেন পদকের জন্য।
এই ইভেন্টে যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, চীনসহ অলিম্পিকের সফলতম দেশগুলোর প্রতিনিধি রয়েছে।
মহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু বলেছেন, ‘আমরা আশা করছি যাতে ও ফাইনাল খেলে। প্রস্ততি ভালোই হয়েছে। গত ৩-৪ দিন প্র্যাক্টিস করেছে। ভালো করছে। এখন দেখা যাক, আজকে তো ওদের খেলা। যদি ওর ম্যাচ টেম্পারমেন্ট ঠিক থাকে, তাহলে ভালো করবে।’
আর্চারির রিকার্ভ সিংগেলসের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে বাংলাদেশের সাগর ৬৪ জনের মধ্যে হয়েছেন ৪৫তম। ৬৫২ স্কোর করেছেন তিনি। ৩১ জুলাই বাংলাদেশ সময় বিকেল ৪টায় এলিমিনেশন রাউন্ডে লড়বেন এ আর্চার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।