ভিডিও

দেশের বিচারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন দাস

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৭:২৯ বিকাল
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৭:২৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিচারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিটন কুমার দাস।

ফেসবুকে এই উদ্বোধনী ব্যাটার লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন। ’

এর আগে একই মাধ্যমে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক। ’

গত কয়েক সপ্তাহ ধরে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এরপর থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। কয়েকজন ক্রিকেটার এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তি কামনা করে পোস্ট করেন।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS