স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যালয় ও বাসভবন। মাগুরায় সাকিবের বাসার অদূরে পার্টি অফিসে হামলার পর আগুন দেয় দুবৃর্ত্তরা।
কানাডা লিগে খেলা সাকিব পরিবারের সঙ্গে সময় কাটাতে রয়েছেন যুক্তরাষ্ট্রে। পাকিস্তান সফরের জন্য শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে। ১৭ আগস্ট পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের। জানা গেছে, জাতীয় দলের এই ক্রিকেটারদের নিয়ে সবাই ক্ষুদ্ধ মূলত কোটা সংস্কার ইস্যুতে। পুরো দেশ যখন কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছিলেন তখন সাকিব ছিলেন নীরব ভূমিকায়। ফলে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তারা। ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এখনো কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।