ভিডিও

চার দিন এগিয়ে বাংলাদেশের পাকিস্তান সফর

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ০২:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা শঙ্কা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতি পূরণে চারদিন আগে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সোমবার (১২ আগস্ট) ঢাকা ছাড়বেন টাইগাররা। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি’র একটি সূত্র। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি নিশ্চিত করেছে বিসিবিকে। এদিকে টেস্ট সিরিজের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। ২১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার মাইকেল গফ। আর করাচি টেস্টে অন ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।

দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাথুরুসিংহে-নিক পোথাস-আন্দ্রে অ্যাডামসরা। টেস্ট ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন। ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা। দেশে না হলেও বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ। বোর্ডের চেষ্টায় আগেভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা। বিমানের টিকেট পরিবর্তন করা হয়েছে। ১৬ আগস্টের বদলে টাইগাররা যাবে সোমবার ১২ আগস্ট। এ দলের সঙ্গে মুশফিক-মুমিনুল-মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS