ভিডিও

অলিম্পিক ব্যর্থতায় পদত্যাগ করলেন অঁরি

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ০৩:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে সোনা জিততে পারেনি ফ্রান্স। রুপা জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে। সেই ব্যর্থতায় ফ্রান্সের যুবদলের কোচের পদ ছাড়লেন থিয়েরি অঁরি। অথচ চুক্তি অনুসারে ২০২৫ সাল পর্যন্ত থাকার কথা ছিল তার। সাবেক ফরাসি ফরোয়ার্ড আগেভাগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। যার পেছনে ‘ব্যক্তিগত কারণ’ কে উল্লেখ করেছেন তিনি।

 ১৯৯৮ বিশ্বকাপ জয়ী এই তারকা ফরাসি ফুটবলের দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘ফরাসি ফুটবল ও ফিলিপে দিয়ালোকে (সভাপতি) আমার ধন্যবাদ জানাতেই হবে। যারা চমৎকার এই দায়িত্বের ভার আমাকে দিয়েছে। অলিম্পিকে দেশের হয়ে রুপা জেতা আমার জীবনের অন্যতম গর্বের একটি অর্জন হয়ে থাকবে।’

অঁরির অলিম্পিক দলটি মূলত অনূর্ধ্ব-২৩ সদস্যদের নিয়ে গড়া ছিল। নিয়ম অনুযায়ী তিনজন ছিল তার চেয়ে বেশি বয়সী। ফাইনালে আসার আগে তারা আর্জেন্টিনা, মিশরকে হারিয়েছে। অতিরিক্ত সময়ে শুধু ফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক নিয়ে সস্তুষ্ট থাকতে হয়।      



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS