স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলাতে নিজের চুক্তির মেয়াদ বাড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলকিপার।
৩১ বছর বয়সী মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন ২০২০ সালে। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে তার ক্লিন শিট ছিল ৯ ম্যাচে। উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে। এই গ্রীষ্মেও আর্জেন্টিনার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে অন্যতম ভূমিকা ছিল তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।