ভিডিও

জয় দিয়ে বুন্দেসলিগা শুরু বায়ার্নের

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০২:৪৪ দুপুর
আপডেট: আগস্ট ২৬, ২০২৪, ০৩:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে জার্মান বুন্দেসলিগা শুরু করল বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটিতে প্রথম জয় পেলেন কোচ ভিনসেন্ট কোম্পানিও। বুন্দেসলিগায় চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে উলফবার্গকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

গতকাল রোববার নিজেদের ঘরের মাঠে দুর্দান্ত শুরু করেছিল উলফবার্গ। অন্যদিকে বায়ার্নের শুরুটা ছিল অনেকটা বিদঘুটে ধরনের। তবে গোলের সুযোগ তৈরি করেছে বায়ার্নই। ১৯ মিনিটে জামাল মুসিয়ালার গোলে লিড নেয়। ফরাসি তারকা সাকা বুয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন মুসিয়ালা। ৪৭ মিনিটে বায়ার্নের গোল শোধ করে উলফবার্গ। বক্সের ভেতর তিয়াগো থমাসকে ফাউল করেন বায়ার্নের রাইটব্যাক বুয়ে। পেনাল্টি পেয়ে মোটেও ভুল করেননি উলফবার্গের লুভরো মাজের। ৫৫ মিনিটে অতিথি দলকে চমকে দিয়ে এগিয়ে যায় উলফবার্গ। প্যাট্রিক উইমারের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন মাজের। এতে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দুর্ভাগ্যবশত আত্মঘাতী গোলে লিড হারিয়ে ফেলে উলফবার্গ। ফরোয়ার্ড জ্যাকব ক্যামিনস্কির ভুলে গোল পেয়ে যায় বায়ার্ন। এতে ২-২ সমতায় ফেরে বুন্দেসলিগার সবচেয়ে সফল ক্লাবটি। ৮২ মিনিটে হ্যারি কেইনের অ্যাসিস্ট থেকে বায়ার্নের জয়সূচক গোলটি করেন সার্জ ন্যাবরি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS