ভিডিও

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৪:২২ দুপুর
আপডেট: আগস্ট ২৮, ২০২৪, ০৬:৩৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরি সময়ে মিরাজুল ইসলামের দুর্দান্ত ফ্রি-কিকে করা গোলে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে রয়েছে বাংলাদেশি যুবারা।  

প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি। বিরতির বাাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল। মিরাজুলের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে।

বাংলাদেশ একাদশ : মোহাম্মদ আসিফ, আশরাফুল হক আসিফ, শাকিল আহাদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াশ আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজিব হোসেন, ইফতিয়ার হোসেন ও রুস্তম আসলাম দুখুমিয়া।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS