ভিডিও

হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সহজ জয় ম্যানসিটি’র

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১২:৪৬ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০২:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : এর আগের ম্যাচে ইপসউইচের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন আর্লিং হালান্ড। গতকাল শনিবার ফের হ্যাটট্রিক করলেন ম্যানসিটি’র এই তারকা। হালান্ডের টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দিনে সহজ জয় পেয়েছে তার দল। ওয়েস্টহ্যামকে ৩-১ ব্যবধানে হারিয়েয়ে গার্দিওলার শিষ্যরা।

শনিবার অ্যাওয়ে ম্যাচে শুরুতে সুযোগ মিস করেছিলেন হালান্ড। তবে পরের সুযোগগুলো বেশ ভালোভাবেই লুপে নিয়েছেন তিনি। ১০ মিনিটে প্রথম গোল করেন হালান্ড। ৩০ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। শেষ গোলটি করতে হালান্ডকে সময় নিতে হয়েছে ৫৩ মিনিট। ৮৩ মিনিটে গোল করেন হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। সিটির এই ফরোয়ার্ডের তাণ্ডবের মাঝে ১৮ মিনিটে একটি গোল করে ওয়েস্টহ্যাম। ওয়েস্টহ্যামের গোলটি ছিল মূলত আত্মঘাতী। অতিথি দলের তারকা জেরোড বুয়েনের ক্রস ঠেকাতে গিয়ে ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন ম্যানসিটির রুবেন ডিয়াজ। এতে সমতায় ফিরেছিল ওয়েস্টহ্যাম। চলতি মৌসুমে ৩ ম্যাচে ৭ গোল করলেন হালান্ড। আর প্রিমিয়ার লিগে ৬৯ ম্যাচে নরওয়ের এই ফরোয়ার্ডের গোলসংখ্যা ৭০।ম্যাচ শেষে হালান্ডকে নিয়ে সিটি কোচ গার্দিওলা বলেন, ‘আমি মনে করি সে অবিশ্বাস্য খেলা খেলেছে। শুধু গোলই নয়। রক্ষণাত্মক ও আক্রমণাত্মক খেলে অতিরিক্ত পাস দেওয়ার ক্ষেত্রেও দুর্দান্ত ছিল।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS