ভিডিও

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:০২ রাত
আমাদেরকে ফলো করুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ এবং দারাজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান জনাব সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ডকুমেন্ট হস্তান্তর করেন।

উক্ত চুক্তির ফলে দারাজ বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের অর্থ্যাৎ পণ্য সরবরাহকারীদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে ব্যাংকে না গিয়ে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত প্রদান করতে পারবে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক ডিজিটাল সিস্টেমে ইএফটি/আরটিজিএস এর মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকে অবস্থিত দারাজ বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের অর্থ  দ্রুতু, নির্ভুল ও সহজতর ভাবে প্রদান করা যাবে। উক্ত ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানসমূহ তাদের চাহিদা মোতাবেক ব্যাংকিং সেবা স্ব-শরীরে ব্যাংকে না এসে তাদের নিজ নিজ কার্যালয় হতেই গ্রহণ করতে পারবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুুদ্দোহা, ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এস এম কাওসার, ব্যাংকের বিডিএন্ডএমডি বিভাগের কর্মকর্তা জনাব চৌধুরী গোলাম রহমান এবং ব্যাংকের প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুন্নবী-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধŸতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS