ভিডিও

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১০:৩৫ দুপুর
আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১২:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাসও রয়েছে।আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আপাতত আজ দেশের সমুদ্রবন্দরের জন্য সতর্ক সংকেত নেই। এটি আজ থেকে ক্রমান্বয়ে শক্তিশালী হতে পারে। লঘুচাপের ফলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছি। এই সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এবার চলতি অক্টোবর মাসের ১ তারিখেই আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে।

তারা জানিয়েছে, বঙ্গোপসাগরে এই মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।এছাড়া সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। জানা গেছে, এবারের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS