ভিডিও

প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১২:৫০ দুপুর
আমাদেরকে ফলো করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। গত ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়েছিল।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে তাদের অব্যাহতি দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাসুদুর রহমান ভুঞা। তিনি জানান, ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন। এর মধ্যে শৃঙ্খলাজনিত কারণে ২৫২ প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের ট্রেনিং শুরু হয়েছিল গত ১১ নভেম্বর এবং শেষ হওয়ার কথা ছিলো আগামী ৪ নভেম্বর। তবে বেশি সংখ্যক হওয়ার কারণে অব্যাহতিতে একটু সময় লাগছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS