ভিডিও

টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৫ বিকাল
আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ০৬:০৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

অবৈধভাবে মজুত করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় দুই ব্যবসায়ী ও সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, রোববার (২৭ অক্টোবর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও লালবাগ থানা পুলিশ লালবাগের নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়। সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাস দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS