ভিডিও

আলোর আহ্বান জানিয়ে শেষ হলো মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৪, ১২:১৫ দুপুর
আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ১১:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আজ বাঙালির নতুন বছরকে বরণ করার দিন। আর নতুন বছরে আলোর আহ্বান নিয়ে শুরু হয়েছিলো মঙ্গল শোভাযাত্রা।

আর অন্ধকারের শক্তিকে পরাজিত করে আলোর আহ্বান জানিয়ে শেষ হলো এবারের বর্ষবরণ উৎসবের মঙ্গল শোভাযাত্রা। নববর্ষকে বরণ করতে আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় শোভাযাত্রাটি। এরপর ঢাকা ক্লাব ঘুরে ৯টা ৫০ মিনিটে টিএসসিতে এসে শেষ হয়। 

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে বের হওয়া এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।


এর আগে সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS