ভিডিও

হাওরাঞ্চলে আবাসিক বিদ্যালয় নির্মাণের সুপারিশ

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আপডেট: মে ২১, ২০২৪, ০৭:৪৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

সমতলের মতো শিক্ষার সমান ও সুযোগ সৃষ্টির জন্য হাওর অঞ্চলে আবাসিক স্কুল নির্মাণের সুপারিশ করেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে শিক্ষার মনোনয়নে সংশ্লিষ্ট সকলকে আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক। বৈঠকে কমিটির সদস্য মুজিবুল হক, কামাল আহমেদ মজুমদার, ওমর ফারুক চৌধুরী ও মুহম্মদ শফিকুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

কমিটি সূত্র জানায়, বৈঠকে যেসব প্রাথমিক বিদ্যালয়ের ভবন এখনো নির্মাণ হয়নি, জরুরি ভিত্তিতে সেগুলো নির্মাণের পদক্ষেপের সুপারিশ করা হয়। একইসঙ্গে রাজধানীসহ সারাদেশে জনসংখ্যার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, বিশেষ করে পার্বত্য এলাকায় আদিবাসীদের শিক্ষার সুযোগে স্কুল নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS