ভিডিও

বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করুন: আসিফ নজরুল

প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট: আগস্ট ০৫, ২০২৪, ০৯:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: বিশৃঙ্খলা-ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ছাত্র-জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, আমাদের ছাত্র-জনতার বিজয় হয়েছে। এখন প্রয়োজন সবার শান্ত-সংযত হওয়া। সবাই ধৈর্যশীল হোন। অতীতে যেসব অপরাধ হয়েছে, প্রতিটি ঘটনার বিচার হবে। সুতরাং কোথাও কেউ প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না।  

ছাত্র-জনতার উদ্দেশে এই অধ্যাপক বলেন, যারা ধ্বংসযজ্ঞ চালাতে চায় তাদের প্রতিরোধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, সবাই সে ভূমিকা রাখুন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS