ভিডিও

বগুড়ার ধুনটে অতিরিক্ত টোল আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চালকদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১০:১৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১০:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফির নামে অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে পরিবহন চালকরা যানবাহন বন্ধ রেখে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যানবাহন চলাচল বন্ধ রেখে উপজেলার পরিবহন চালকেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সড়ক অবরোধের কারণে শহরে যানজট সৃষ্টির পাশাপাশি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সংবাদ পেয়ে স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে টোল আদায় বন্ধ করায় দেড় ঘন্টা পর শহর থেকে সকল সড়কে যানবাহন চলাচলা শুরু করেছে।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিন পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি বাবদ সিএনজি, ভুটভুটি, ব্যাটারি চালিত অটোরিক্সা-ভ্যান ১০ টাকা করে ও হিউম্যান হলার, ট্রাক্টর, বাস ২০টাকা করে এবং ট্রাক ৫০ টাকা ও মালামাল লোড আনলোডের জন্য ৫০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

যানবাহনের ধরন অনুযায়ী ফি নির্ধারণ করে ২০২৩-২০২৪ অর্থবছরে পৌরসভা থেকে ৫জনের নামে প্রায় ২৩ লাখ টাকা ইজারা বন্দোবস্ত দেওয়া হয়েছে। ইজারাদাররা ১ জুলাই থেকে পৌর এলাকায় যানবাহন থেকে প্রবেশ ফি আদায় করেছে।

কিন্ত সরকার পতনের দিন থেকে পৌর এলাকায় যানবাহন প্রবেশ ফি আদায় বন্ধ রয়েছে। ফলে পৌরসভা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বিধিমোতাবেক ১ সেপ্টেম্বর থেকে ফি আদায়ের ব্যবস্থা গ্রহন করেন।

পৌর এলাকায় মাইকে প্রচারসহ স্ট্যান্ডগুলোতে ফি আদায়ের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। কিন্ত সংশ্লিষ্ট ইজারাদাররা চালকদের কাছ থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়ের প্রস্তাব দেয়। এ সময় চালকরা ক্ষুব্ধ হয়ে এসব কর্মসূচি পালন করে।

ধুনট পৌরসভার প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমিন বলেন, বিধিমোতাবেক পৌরসভার রাজস্ব আয়ের জন্য যানবাহন থেকে নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায় করার কোন সুযোগ নেই। এ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS