ভিডিও

  পালানোর সময় বিমানবন্দরে এক ঋণখেলাপি আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৪:১১ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০৪:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:   ঋণ নিয়ে পরিশোধ না করেই দুবাই পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রামের খাতুনগঞ্জের এক ট্রেডিং ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনছারুল আলম চোধুরী (৫৯) নামে এই ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

আটক আনছারুল আলম চট্টগ্রামের রাউজান উপজেলার কোয়েপাড়া এয়াকুব আলী চৌধুরী বাড়ির মফিজুল আলম চৌধুরীর ছেলে। 

চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, আনছারুল আলম চৌধুরী আজ সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য চেক ইন করেন। তার ব্যাপারে আগাম তথ্য থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এই ব্যবসায়ী ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। ঋণ খেলাপি হিসেবে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিলো বলে ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS