ভিডিও

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়কে গর্ত যানবাহন চলাচলে বিঘ্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ১০:৪৫ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৬, ২০২৪, ১০:৪৫ রাত
আমাদেরকে ফলো করুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রমহনী গ্রামের মধ্যে রাস্তা ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার অর্ধেকের বেশি ভেঙে গর্তে পরিণত হওয়ায় এই পথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে বড় যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। রাতে এই পথে রিকশা-ভ্যানে চলতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনায় আহত হচ্ছেন যাত্রীরা।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে সংশ্লিষ্ট সলঙ্গা ইউপি চেয়ারম্যান ও কয়েকজন সদস্য আত্মগোপনে থাকায় এই রাস্তায় সৃষ্ট গর্ত ভরাটের কোন উদ্যোগ নিচ্ছে না কেউ। মারাত্মক ঝুঁকিপূর্ণ রাস্তায় যানবাহন চালকদের সতর্ক করতে তাই গর্তে একটি খুঁটি পুঁতে দিয়েছেন তারা।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উল্লাপাড়া অফিস প্রধান উপজেলা প্রকৌশলী আবু সায়েদের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবহিত হয়েছেন বলেন জানান। দু’একদিনের মধ্যেই উক্ত আঞ্চলিক সড়কের সৃষ্ট গর্তটি ভরাটের ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS