ভিডিও

১ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১০:৫৯ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১১:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ সদর কোম্পানির সদস্যরা গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালিয়ে সবজির বস্তার ভিতর থেকে ১ হাজার ৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য কেনা-বেচার কাজে ব্যবহৃত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা হলো-রংপুরের মিঠাপুকুরের গোপালপুরের মৃত সৈয়দ আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৭) ও পীরগঞ্জের গোবিন্দপুর ছাবেদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন কেনা-বেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS