ভিডিও

বগুড়ার নন্দীগ্রামে আগুনে পুড়লো ২০ লাখ টাকার কীটনাশক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১২:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে একটি কীটনাশকের দোকানে রোববার রাতে অগ্নিকান্ডের ঘটনায় মালামাল পুড়ে গেছে। রাত সোয়া ১০ টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর বাজারে কীটনাশকের দোকানে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিলেও কয়েক লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়।

জানা গেছে, মুরাদপুর বাজারের কীটনাশক ব্যবসায়ী ফরহাদ হোসেন প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে দোকানে আগুন লাগার বিষয়টি বাজারের লোকজনের মাধ্যমে জেনে এসে দেখেন তার দোকানের সার, কীটনাশকসহ সকল কাগজপত্র পুড়ে গেছে। আগুনে তার কীটনাশক দোকানে থাকা মালামাল পুড়ে যাওয়াসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্ভবত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS