ভিডিও

মজুরি বৃদ্ধির দাবিতে আবারও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:১৩ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৬:১৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ঢাকার সাভার শিল্পাঞ্চলে আবারও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এবার তারা মাসিক বেতন ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছেন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জিরাবো এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলন করেন।

শিল্প সংশ্লিষ্টরা জানান, সকাল থেকে আশুলিয়া বেল্টে নীট এশিয়া, ডেকো, এনভয়, ভিনটেজ, নাসা, সেতারাসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে উদ্ভুত পরিস্থিতিতে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানায় ছুটি ঘোষণা করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS