ভিডিও

মারা গেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৭:৩০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৭:৩০ বিকাল
আমাদেরকে ফলো করুন

পটুয়াখালী-৪ আসনের সাবেক এমপি, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান তালুকদার মারা গেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা যান তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ ২২ দিন আগে তিনি অসুস্থবোধ করলে মিরপুরের ডিওএইচএস এর বাসা থেকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান।

প্রসঙ্গত, পটুয়াখালী-৪ আসন থেকে তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন তিনি। এরমধ্যে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

সবশেষ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS