ভিডিও

বগুড়ার নন্দীগ্রামে এবার ৪৫ মন্ডপে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ১০:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে এবছর ৪৫টি মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি শুরু হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কারুশিল্পীরা। শারদীয় উৎসব দুর্গাপূজা আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে। শেষ হবে চারদিন পর ১২ অক্টোবর। এ উৎসবকে ঘিরে নন্দীগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি।

মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিটি পূজা মন্ডপের সামনে আকর্ষণীয় সাজে নির্মাণ করা হচ্ছে সৌন্দর্য বর্ধন গেট। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন শুধু রং করা হবে বলে জানিয়েছে উপজেলা পুজা উদযাপন পরিষদ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১টি পৌরসভাসহ ৫টি ইউনিয়নে ৪৫টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ধুন্দার, দাসগ্রাম, বুড়ইল, রনবাঘা, আলাইপুর, হাটুয়া, সিমলা, আলাইপুর দক্ষিণপাড়া, পার-নাগরকান্দি, নাগরকান্দি, মুলকুড়ি, মহাকুড়ি, মাটিহাস, গনকপুকুর, মাটিহাস পূর্বপাড়া, মাটিহাস শিববাড়ী, মাটিহাস মহন্ত পাড়া, মাটিহাস দক্ষিণপাড়া, ছোট কঞ্চি, রাজবিহারী বৃকঞ্চি পাথারীয়া, বৃকঞ্চি দক্ষিণপাড়া, চৌদিঘী, বামনগ্রাম, আমড়া গোহাইল, কয়ারপাড়া, চককয়া, চাঁনপুর উত্তরপাড়া, চাঁনপুর দক্ষিণপাড়া, চাঁনপুর পূর্বপাড়া, থালতা থালতেশ্বরী, হাটকড়ই, পুনাইল, কল্যাননগর, মালঞ্চী, কাথম, চাকলমা, গুন্দইল মধ্যপাড়া, গুন্দইল উত্তরপাড়া, বৈলগ্রাম মোদকপাড়া, নন্দীগ্রাম রাধাগোবিন্দ মন্দির, নন্দীগ্রাম বারোয়ারী মন্দির, কালিকাপুর, নন্দীগ্রাম কলেজ পাড়াসহ ৪৫ টি স্থানে অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট রয়েছে বলে জানিয়েছে। নন্দীগ্রাম উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার বলেন, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এবার এই উপজেলায় ৪৫টি মন্ডপে পূজা হবে। হিন্দু ধর্মাবলম্বীরা এবার ব্যাপক আনন্দ উল্লাস করতে পারবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS