ভিডিও

কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৯:০৪ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৯:০৪ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কাজলী আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার ব্রহ্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বৃষ্টি আসার আগে ওই ইউনিয়নের হকের চরের আব্দুল কাদেরের স্ত্রী নূরিণা বেগম (৪০), মেয়ে কাজলী আক্তার চর থেকে গরু আনতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে কাজলী আক্তার ও তাদের গরুটি মারা যায়। তবে শিশুটির মা নূরিণা বেগম সুস্থ আছেন বলে জানা গেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে জামাল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়। তিনি সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম চর জাহাজের আলগা চরের ওমেদ আলীর ছেলে। সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালিবাড়ী গ্রামে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বজ্রপাতে আতাউর রহমান (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। নিহত আতাউর রহমান মজিবুর রহমানের ছেলে।

আহতরা হলেন- রুমান (৭), রানা (১৩), সাকিবুল (১০), ফুলতলা গ্রামের ফয়সাল (৮), উদয়পুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী মঞ্জুরা বেগম। তারা সবাই বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আহাদুজ্জামান সজিব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS