ভিডিও

পাবনার চাটমোহরে পিকনিকের কথা বলে সাক্ষী দিতে আদালতে নেওয়া হয় শিক্ষার্থীদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১০:৪৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১০:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাবার কথা বলে আদালতে নিয়ে যাওয়া হয় সাক্ষী দেওয়ানোর জন্য। গতকাল সোমবার সকালে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম স্কুলের ছাত্র-ছাত্রীদের পাবনার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে নিয়ে যান মামলায় সাক্ষী দেওয়ার জন্য।

এর আগে পিকনিকে নিয়ে যাওয়ার কথা বলে প্রতেক্যের কাছ থেকে ২শ’ টাকা করে চাঁদা আদায় করা হয়। এনিয়ে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পিকনিকে নিয়ে যাওয়ার মিথ্যা কথা বলে ২শ’ টাকা করে চাঁদা নিয়ে আদালতে নিয়ে যান। তারা এজন্য প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ইভটিজিং এর একটি মামলা ছিল। শিক্ষার্থীরা নিজেরাই চাঁদা তুলে পাবনা এসেছে সাক্ষী দেওয়ার জন্য। পিকনিকের কথা বলা হয়নি। তবে পাবনাতে তাদেরকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা তেমন কিছু না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেদুয়ানুল হালিম বলেন, এটা যদি করে থাকে তাহলে ঠিক করেনি। এটা তদন্ত করে দেখতে হবে। যদি শিক্ষা সফরের জন্য টাকা নিয়ে থাকে, তাহলে পরে হয়তো শিক্ষা সফর করতে পারে। আবার এটাকেই শিক্ষা সফর হিসেবে দেখাবে কিনা, তা দেখতে হবে। সব কিছু খোঁজ নিয়ে ব্যবস্থা করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS