ভিডিও

সাতক্ষীরায় ভোমরা ইমিগ্রেশন থেকে আ. লীগের নেতা আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:৪৩ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে এক আওয়ামী লীগের নেতাকে আটক করেছে বিজিবি।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। 

আটক রাজ্যেশ্বর দাস সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলার সরাপপুর গ্রামের বাসিন্দা। 

 ৩৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের এক নেতা ভারতে পালানোর চেষ্টা করছেন, এমন খবর আসে বিজিবির কাছে। সেই সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজ্যেশ্বর দাসকে আটক করা হয়। 

তিনি আরও জানান, তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ২০০৮ সালে জাল টাকার একটি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগ রয়েছে। আটক আওয়ামী লীগ নেতাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS