ভিডিও

সুনামগঞ্জে খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধ নিহত ১, আহত ৩০

প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট: অক্টোবর ০৪, ২০২৪, ০৭:২২ বিকাল
আমাদেরকে ফলো করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার খাস জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মইনুল হক(৪৫) নামের একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষে আহত হয়েছে ৩০ জন।

শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার জগদল ইউনিয়নের মাতারগাঁও গ্রামে এই সংঘর্ষ হয়।

নিহত মইনুল হক প্রতিপক্ষের বন্দুকের গুলিতে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

সংঘর্ষ ও নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজ্জাক।

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাতাঁরগাও গ্রামের অনাবাদি খাস জমি নিয়ে গ্রামের মকবুল লন্ডনি ও দারা মিয়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এর আগেও উভয়পক্ষে মারামারি হয়েছে। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর খাস জমিটি দখল নেওয়ার চেষ্টায় উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দারা মিয়া পক্ষের মইনুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন।

 
 

মইনুল হকের পরিবার দাবি করছে, প্রতিপক্ষের আগ্নেয়াস্ত্রের গুলিতে মারা গেছেন তিনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হয়।নিহতের গায়ে ছিদ্র আছে, তবে গুলি না অন্য কোনোভাবে হয়েছে, তা ময়নাতদন্তের পর বলা যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS