ভিডিও

হবিগঞ্জে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল আটক

প্রকাশিত: অক্টোবর ০৪, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আপডেট: অক্টোবর ০৪, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

হবিগঞ্জের মাধবপুরে বালুবোঝাই ট্রাক থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ী, থান কাপড় ও কসমেটিক্স জব্দ করেছে বিজিবি।

আজ শুক্রবার  (৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের জগদীশপুর এলাকায় বালু ভর্তি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে  ১৯০০ পিস শাড়ি, ২০হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২ পিস ক্লোপ-জি ক্রীম আটক করে। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য তিন কোটি পঞ্চাশ লাখ টাকা।


আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী । 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS