ভিডিও

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বিশ্ব শিক্ষক দিবস পালন

প্রকাশিত: অক্টোবর ০৫, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট: অক্টোবর ০৫, ২০২৪, ০৯:০০ রাত
আমাদেরকে ফলো করুন

করতোয়া ডেস্ক : ‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার (৫ অক্টোবর) পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। র‌্যালি, আলোচনা সভা, গুণী শিক্ষকদের সম্মাননাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলে দিবসটি পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানাচ্ছেন-

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়া : দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের মূল একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিইউবি’র ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে ও উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) জাহেদুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

অনুষ্ঠানে অতিথি ছিলেন শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আদিবাসী গবেষক নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এফএমএএইচ তাকী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সাজেদুর রহমান, ইইই বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম, সুমাইয়া সুজন ঐশী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া : দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জিলা স্কুল থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কলেজের সেমিনার কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী সরদার।

বক্তব্য রাখেন প্রভাষক মুকুল হোসেন, মাসুম প্রধান, অমিত কুমার রায়, মিকাইল হোসেন, জয়নুল আবেদীন, শারমিন ফেরদৌস, পাপিয়া আক্তার, লাবনী সরকার, অনামিকা চাকী, আমান উল্লাহ, আব্দুল হাকিম, রেজবাউন ইসলাম প্রমুখ।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন : এ উপলক্ষ্যে সংগঠনের বগুড়া শহর শাখার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা সংগঠনের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেনের পরিচালনায় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক পরিষদের অন্যতম নেতা ও মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যাপক আব্দুল ওয়াহাব, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, ড. আবু সালেহ মামুন, জাহাঙ্গীর আলম, মাওলানা মিজানুর রহমান, আল মামুন, আব্দুল হালিম, রুহুল আমিন, মাওলানা মাসুদুর রহমান, রবিউল ইসলাম সাজু অধ্যাপক মাওলানা আমানুর ইসলাম মামুনুর রশিদ প্রমুখ।

শাজহানপুর (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামীম ইকবাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান, একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম। প্রধান শিক্ষক আনোয়ারুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু জাফর আলী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, অধ্যক্ষ আ ন ম ইয়াহ্ইয়া, প্রধান শিক্ষক আলাউদ্দিন বাবু, সুপার আব্দুল মতিন প্রমুখ।

কাহালু (বগুড়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে দুপুরে আলোচনা সভা, গুণী শিক্ষকদের ক্রেস্ট প্রদানসহ র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, প্রধান শিক্ষক এফএমএ ছালাম, অধ্যক্ষ এবিএম হাফিজুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ইব্রাহিম আলী, আলমগীর হোসেন।

আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলায় র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলা পরিষদ থেকে শিক্ষকদের এক র‌্যালি বের হয়। পরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলীম ও সহকারী শিক্ষক মুক্ত রানীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, অধ্যক্ষ এএইচএম মশিউল আলম, সুপার রহমতুল্ল্যা, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, এনামুল হক, জাহানারা খাতুন, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা প্রশাসনের অয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকালে র‌্যালি বের করা হয়। পরে পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোহাম্মদ মাহামুদুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, অধ্যক্ষ আব্দুল হামিদ শেখ রুবেল, অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী, সহকারী অধ্যাপক শাহাজাহান আলী, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, প্রধান শিক্ষক আবুল বাসার, প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : এ উপলক্ষ্যে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে ও শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, আব্দুল হাই, উপাধ্যক্ষ শাহজালাল, প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শিক্ষক সলিম উদ্দিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুবুর আলম রাসেল, রুহুল আমিন রঞ্জু, অধ্যক্ষ ছাইদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম আহসান হাবিব প্রমুখ।

জয়পুরহাট : এ উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের নেতৃত্বে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান  থেকে র‌্যালি বের করা হয়।

এরপর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান, প্রধান শিক্ষক এমদাদুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS